হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ১ সপ্তাহ ধরে বন্ধ লোকাল ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

নেত্রকোনা প্রতিনিধি

ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী লোকাল ট্রেন এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, ব্যবসায়ীসহ যাত্রীরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেনটি সকাল ও বিকেলে এই রুটে চলাচল করত। ভোর সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যেত। সকাল সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসত। পরে দুপুর সোয়া দুইটার দিকে ফের ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যেত। গত ১ জুন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় জেলা শহরে বসবাসকারী বিভিন্ন দপ্তরের চাকরিজীবী, ব্যবসায়ী ও যাত্রীরা চরম দুর্ভোগ পড়েছেন। 

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, ‘লোকাল ট্রেনটি সর্বশেষ ৩১ মে মোহনগঞ্জ এসেছিল। এরপর আর আসেনি। ইঞ্জিনে সমস্যা হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইঞ্জিনটি মেরামতের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। মেরামত শেষ হলে আবারও চলাচল শুরু করবে।’ দ্রুত ইঞ্জিন মেরামত সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কবে নাগাদ ইঞ্জিন মেরামত শেষ হবে তা তিনি জানাতে পারেননি। 

এই ট্রেনে নিয়মিত যাতায়াতকারী নেত্রকোনা শহরের বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘লোকাল ট্রেনটি বন্ধ থাকায় চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি দ্রুত সময়ের মধ্যে মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু করার জন্য।’ 

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহায়ক পদে কর্মরত নেত্রকোনা শহরের বাসিন্দা কুতুব উদ্দিন। তিনি বলেন, ‘লোকাল ট্রেন দিয়েই বাড়ি থেকে মোহনগঞ্জ গিয়ে চাকরি করি। সকালে লোকাল ট্রেনে গিয়ে অফিসের ডিউটি শেষে বিকেলে আবার লোকাল ট্রেনে চলে আসি। এক সপ্তাহ ধরে ট্রেন বন্ধ থাকায় বড় বিপদে আছি।’ 

নেত্রকোনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আশা করছি ইঞ্জিনের সমস্যা দূর হয়ে ঈদের আগেই লোকাল ট্রেনটি চালু হবে।

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ