হোম > সারা দেশ > ময়মনসিংহ

আজ নান্দাইল শহীদ দিবস 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

১৭ নভেম্বর নান্দাইল শহীদ দিবস। ১৯৭১ সালের ১০ নভেম্বর মুক্তিযোদ্ধারা গোপনে বৈঠক করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেন। সিদ্ধান্ত হয়, ১৭ নভেম্বর আক্রমণ করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধারা চারটি দলে ভাগ হয়ে নান্দাইল থানা ঘিরে ফেলেন। 

তবে হামলার আগেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা জেনে গিয়েছিল। ফলে পাকিস্তানিরা নিজেদের অবস্থান দৃঢ় করে মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত করে দেয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে অভিযান ব্যর্থ হয়। এদিন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাড়ে চার ঘণ্টার সম্মুখযুদ্ধে ২৪ জন শহীদ হয়। অভিযানে ব্যর্থতার পর স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়াসহ কয়েকজনকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে হানাদারেরা। এদিন শাহনওয়াজ ভূঁইয়া, ইলিয়াস উদ্দিন ভূঁইয়া, শামসুল হক, জিল্লুল বাকিসহ মোট ২৭ জন স্থানীয় মুক্তিযোদ্ধা শহীদ হন। 

এ ছাড়া পাকিস্তানিরা চারিআনিপাড়া, গারুয়া, ধুরুয়া, শেরপুর, রাজগাঁতী,  মুশুল্লী প্রভৃতি স্থানে অগ্নিসংযোগ ও লুটতরাজ করে। স্বাধীনতার পর থেকে প্রতিবছর দিনটিকে 'নান্দাইল শহীদ দিবস' হিসেবে পালন করা হয়। শহীদ দিবসের স্মরণে বিভিন্ন সামাজিক সংগঠন ও মুক্তিযুদ্ধ প্রজন্ম '৭১ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে