হোম > সারা দেশ > ময়মনসিংহ

হত্যাসহ ৮ মামলার আসামি সেই মেয়র বিল্লাল গ্রেপ্তার 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সদ্য সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর বিরুদ্ধে হত্যা, দুর্নীতিসহ আটটি মামলা রয়েছে। ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার ময়মনসিংহ র‍্যাব-১৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সাবেক মেয়র বিল্লাল হোসেন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মনিরাবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। 

র‍্যাব কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, পলাতক আসামি বিল্লাল হোসেন সরকার ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে দখলদারত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষসহ নানান অভিযোগে থানা ও আদালতে আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ওই সব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।’

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা