হোম > সারা দেশ > ময়মনসিংহ

কারাগারে প্রেমিক, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান কিশোরীর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

কিশোরীর বাবার দায়ের করা অপহরণ মামলায় কারাগারে প্রেমিক। এ দিকে গত মঙ্গলবার থেকে সেই প্রেমিকের বাড়িতেই অবস্থান নিয়েছে কিশোরী। নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, তারাপাশা গ্রামের এক কিশোরের (১৮) সঙ্গে একই এলাকার স্কুল পড়ুয়া কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত ৬ আগস্ট পালিয়ে যায় তারা। এ দিকে খোঁজাখুঁজি করে না পেয়ে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে কিশোরীর পরিবার। পরে গত ২৩ আগস্ট কিশোরীর পরিবার কিশোর, তাঁর স্বজন ও বন্ধুদের অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। 

থানায় মামলার ২০ দিন পর কিশোর-কিশোরীকে উদ্ধার করে আদালতে নিয়ে যায়। আদালত কিশোরীর জবানবন্দি রেকর্ড করে তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেন আদালত। অন্যদিকে অভিযুক্ত কিশোরকে জেল হাজতে পাঠানো হয়। 

কিন্তু এ ঘটনায় দুই দিন পর কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে ওই কিশোরী। এ ঘটনায় কিশোরের বাবা নিরাপত্তার জন্য গত বুধবার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা রুবেল মিয়া বলেন, `কিশোরের বাড়িতে কিশোরী প্রেমিকার অবস্থান নিয়েছে বিষয়টা জেনেছি। বুধবার ছেলের বাবা এই বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। আমরা তো আগে তাদের উদ্ধার করে আদালতে দিয়েছি। এখন কি হলো তা পুলিশের দেখার বিষয় নয়। তা ছাড়া মেয়ের পরিবার আমাদের কাছে আসেনি। তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।' 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে