হোম > সারা দেশ > ময়মনসিংহ

কারাগারে প্রেমিক, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান কিশোরীর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

কিশোরীর বাবার দায়ের করা অপহরণ মামলায় কারাগারে প্রেমিক। এ দিকে গত মঙ্গলবার থেকে সেই প্রেমিকের বাড়িতেই অবস্থান নিয়েছে কিশোরী। নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, তারাপাশা গ্রামের এক কিশোরের (১৮) সঙ্গে একই এলাকার স্কুল পড়ুয়া কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর গত ৬ আগস্ট পালিয়ে যায় তারা। এ দিকে খোঁজাখুঁজি করে না পেয়ে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে কিশোরীর পরিবার। পরে গত ২৩ আগস্ট কিশোরীর পরিবার কিশোর, তাঁর স্বজন ও বন্ধুদের অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। 

থানায় মামলার ২০ দিন পর কিশোর-কিশোরীকে উদ্ধার করে আদালতে নিয়ে যায়। আদালত কিশোরীর জবানবন্দি রেকর্ড করে তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেন আদালত। অন্যদিকে অভিযুক্ত কিশোরকে জেল হাজতে পাঠানো হয়। 

কিন্তু এ ঘটনায় দুই দিন পর কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে ওই কিশোরী। এ ঘটনায় কিশোরের বাবা নিরাপত্তার জন্য গত বুধবার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা রুবেল মিয়া বলেন, `কিশোরের বাড়িতে কিশোরী প্রেমিকার অবস্থান নিয়েছে বিষয়টা জেনেছি। বুধবার ছেলের বাবা এই বিষয়ে একটি অভিযোগ দিয়েছেন। আমরা তো আগে তাদের উদ্ধার করে আদালতে দিয়েছি। এখন কি হলো তা পুলিশের দেখার বিষয় নয়। তা ছাড়া মেয়ের পরিবার আমাদের কাছে আসেনি। তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।' 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা