নান্দাইলে পুকুরের পানিতে ডুবে তামজিদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে নান্দাইলের উত্তরমুশুল্লি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামজিদ পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার কাউনা এলাকার রাসেল মিয়ার ছেলে।
জানা যায়, তামজিদ হোসেনপুর থেকে দাদির সঙ্গে নান্দাইলের উত্তরমুশুল্লী গ্রামে বেড়াতে আসে। শনিবার সকালের দিকে দাদির কাছে মাছ ধরার বায়না ধরে। পরে দাদি বড়শি বানাতে ব্যস্ত হয়ে পড়ে। তামজিদ বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে সবার অজান্তে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তামজিদকে খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে পুকুরে ভাসমান দেখে। পরে তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক পানিতে ডুবে তামজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটি দাদির সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।