হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ফসলি জমির গর্তে মিলল নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের মুক্তাগাছায় ফসলি জমির গর্ত থেকে মো. রিফাত (১৩) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. রিফাত ওই গ্রামের নরকুনা মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। রিফাত মাঝেমধ্যে ভ্যানগাড়ি চালাত।

ওসি মো. কামাল হোসেন বলেন, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি রিফাতের ভ্যানগাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। রাত ১০টার দিকে তাকে গলা কেটে হত্যা করে নরকুনা গ্রামের একটি ফসলের জমিতে গর্ত করে মরদেহটি লুকিয়ে রাখে।

পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রিফাতকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রোববার রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাশের গ্রামের বাসিন্দা মিরাজ (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশ।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মিরাজের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকালে ফসলি জমির গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে