হোম > সারা দেশ > নেত্রকোণা

চোরাচালানে বাধা দেওয়ায় বিজিবি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

চোরাকারবারিদের বাধা দেওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেংগুরা বিওপির এক সৈনিককে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার লেংগুরা বিওপির হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে ইয়াসিন মিয়া, ইসমাইল হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে কলমাকান্দা থানায় এই মামলা দায়ের করেছেন। লাঞ্ছিত সৈনিকের নাম রাজা কুমার। শনিবার বিকেলে উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বস্তাভর্তি বাংলাদেশি সুপারি ভারতে পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোশারফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোটরসাইকেলে থাকা দুই বস্তা সুপারি রাস্তার ওপর ফেলে চলে যায়। পরে বস্তা দুইটি বিজিবির সদস্যরা জব্দ করার চেষ্টা করলে তাঁরা তাতে বাধা দেয়। পরে বিজিবির সদস্যদের গালিগালাজ করে বস্তা দুটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সৈনিক রাজা কুমারের ইউনিফর্মের শার্টের কলার ধরে ধাক্কা দেয় ইয়াসিন নামে এক যুবক। ইসমাইল নামে আরেক ব্যক্তি রাজা কুমারের আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি শুরু করে। 

এ ব্যাপারে লেংগুরা বিওপির নায়েক সুবেদার জহির উদ্দিন বলেন, ‘চোরাকারবারিরা বিজিবির সুনাম নষ্ট করতে সাজানো একটি মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করছে।’ 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা