হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে প্রকৌশলীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন প্রকৌশলীকে মারধরের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ বুধবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহ শাখা। উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল ও তাঁর লোকজন ওই হামলা চালায়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান এ বি এম ফারুক হোসেন, কাউন্সিলর ইন্দ্রজিৎ দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান ও হাতেম আলীকে গ্রেপ্তার না করে পুলিশ অন্য তিন আসামিকে গ্রেপ্তার করেছে। দ্রুত চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তাঁরা।

গত ৩ এপ্রিল তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা গ্রামের হাতেম আলীর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তাঁর অনুসারীরা তিন প্রকৌশলী সৈকত মাহমুদ, আল-আমীন আজাদ ও মাসুম পারভেজ রুবেলকে মারধর করেন। এ ঘটনার পরদিন তারাকান্দা থানায় প্রকৌশলী সৈকত মাহমুদ বাদী হয়ে মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রকৌশলীদের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র