ময়মনসিংহে বাম জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর মালগুদাম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নতুন বাজার-টাউন হল প্রদক্ষিণ করে। পরে মালগুদামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বাম জোটের জেলা সমন্বয়ক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদের (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, বাসদ জোনাল ইনচার্জ ইমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ, কমিউনিস্ট পার্টির নেতা আব্দুর রব মোশাররফ প্রমুখ।
বক্তারা বাম জোটের মিছিলে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার-বিচার ও ধর্ষণ-নির্যাতনের বিচারে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তাঁরা গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের লড়াইকে বেগবান করার আহ্বান জানান।
এর আগে বুধবার নগরীর গাঙ্গিনাপাড়ে বাম গণতান্ত্রিক জোটের ধর্ষণবিরোধী মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বাম নেতা-কর্মী আহত হন।