হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় গাঁজাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় গাঁজাসহ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার। এ সময় আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নেহারা গ্রামের হ‌ুমায়ূন কবিরের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে কাশেম এবং আটপাড়া উপজেলার বাউসা গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে মো. ইছহাক মিয়া (১৯)।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া উপজেলার কুট্টাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সমাজ-সহিলদেও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বলেন, হাবিবুর রহমান ওরফে কাশেম সমাজ-সহিলদেও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিল। কিছুদিন আগে কমিটি ভেঙে দেওয়া হয়। পরে আর কোনো নতুন কমিটি করা হয়নি। গতকাল বিকেলে গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের উপপরিদর্শক বলেন, গ্রেপ্তারকৃত দুজনই পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন থেকে তাঁরা আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছেন। গতকাল তাঁদের গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ