হোম > সারা দেশ > জামালপুর

যমুনায় মাছ ধরতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামের যমুনা নদীতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা গ্রামের আজহার আলী ও চায়না আক্তার দম্পতির ছেলে মিনহাজ (৯) এবং মিনাল (৭)। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার চায়না আক্তার ছেলে মিনহাজ, মিনালসহ স্বামী আজহার আলীকে সঙ্গে নিয়ে চর শিশুয়া গ্রামে তাঁর বাবা দুদু সরকারের বাড়িতে বেড়াতে যায়। আজ দুপুরে স্থানীয় শিশুদের সঙ্গে নানাবাড়ির পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদীতে মাছ ধরতে যায় মিনহাজ ও মিনাল। সাঁতার না জানায় মাছ ধরার একপর্যায়ে ডুবে নিখোঁজ হয় দুই ভাই। পরে খোঁজাখুঁজির পর নদী থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে স্থানীয়রা। 

সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি বলেন, মা-বাবার সঙ্গে ঈদের পর দিন নানাবাড়িতে বেড়াইতে গিয়েছিল ওই দুই শিশু। মাছ ধরার একপর্যায়ে পানিতে ডুবে তারা মারা গেছে। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘দুই ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। মা-বাবার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু দুটি। সাঁতার না জানায় শিশু দুজন যমুনার শাখা নদীতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত