হোম > সারা দেশ > জামালপুর

যমুনায় মাছ ধরতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামের যমুনা নদীতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা গ্রামের আজহার আলী ও চায়না আক্তার দম্পতির ছেলে মিনহাজ (৯) এবং মিনাল (৭)। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার চায়না আক্তার ছেলে মিনহাজ, মিনালসহ স্বামী আজহার আলীকে সঙ্গে নিয়ে চর শিশুয়া গ্রামে তাঁর বাবা দুদু সরকারের বাড়িতে বেড়াতে যায়। আজ দুপুরে স্থানীয় শিশুদের সঙ্গে নানাবাড়ির পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদীতে মাছ ধরতে যায় মিনহাজ ও মিনাল। সাঁতার না জানায় মাছ ধরার একপর্যায়ে ডুবে নিখোঁজ হয় দুই ভাই। পরে খোঁজাখুঁজির পর নদী থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে স্থানীয়রা। 

সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি বলেন, মা-বাবার সঙ্গে ঈদের পর দিন নানাবাড়িতে বেড়াইতে গিয়েছিল ওই দুই শিশু। মাছ ধরার একপর্যায়ে পানিতে ডুবে তারা মারা গেছে। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘দুই ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। মা-বাবার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু দুটি। সাঁতার না জানায় শিশু দুজন যমুনার শাখা নদীতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা