হোম > সারা দেশ > ময়মনসিংহ

যানজট নিরসনে লাঠিচার্জ, ইউএনওর বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিনিধি, ফুলবাড়িয়া(ময়মনসিংহ)

কেশরগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরুদ্ধে মানববন্ধন করেছেন বাজার ব্যবসায়ী ও অটোচালকেরা। 

জানা যা, গতকাল সোমবার কেশরগঞ্জ বাজার দিয়ে যাচ্ছিলেন ফুলবাড়িয়ার ইউএনও। এ সময় কেশরগঞ্জ বাজারের রাস্তায় দু’পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও ফুটপাতে দোকানের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় ইউএনওর জিপ থেকে আনসার সদস্যরা নেমে যানজট নিরসনে কাজ করেন। কয়েকটি অটোরিকশায় লাঠি দিয়ে আঘাত করেন। কয়েকটি মোটরসাইকেল লাঠি দিয়ে আঘাত করার অভিযোগও পাওয়া গেছে। 

এ ঘটনায় কেশরগঞ্জ বাজার মালিক সমিতি আজ মঙ্গলবার ইউএনওর বিরুদ্ধে ও আনসার সদস্যদের লাঠি চার্জের প্রতিবাদে মানববন্ধন করে। মানববন্ধনে এলাকাবাসীসহ শতাধিক ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে ইউএনওর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। 

কেশরগঞ্জ বাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, ইউএনওর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া না হলে উপজেলা পরিষদের সামনে কর্মসূচি পালন করবো। 

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও আশরাফুল সিদ্দিক লাঠিচার্জের কথা অস্বীকার করেন। তিনি বলেন, প্রতিনিয়ত আমরা যানজট নিরসনে কাজ করি। তাঁরা যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার