ময়মনসিংহের নান্দাইলে জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ওই প্রার্থীর কর্মী-সমর্থকেরা জীবন্ত পাখিটি নিয়ে প্রচারণা চালায় এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়।
আজ বৃহস্পতিবার উপজেলার মুশুল্লী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছে, মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারে স্বতন্ত্র প্রার্থীর অফিসে প্রচারণায় জীবন্ত ঈগল পাখি ব্যবহার করা হয়। এ সময় ঈগল পাখিটির পা ও ডানা বাধা অবস্থায় ছিল। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জীবন্ত ঈগল পাখি নিয়ে আনন্দ উল্লাস করাসহ নির্বাচনী প্রচারণা করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল আজকের পত্রিকার বলেন, ‘আমি বিষয়টি মাত্রই শুনেছি। এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’