হোম > সারা দেশ > শেরপুর

নকলায় বাসের ধাক্কায় পিকআপচালক নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলম মিয়া (৪০) নামের এক পিকআপচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-শেরপুর মহাসড়কের গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলম মিয়া উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তাঁর তিনটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মার্কেটিং কোম্পানির পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে পিকআপ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপচালক আলম মিয়া ও তাঁর সহকারী সজীব মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে আলম মারা যান।

সজীব বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আলমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নকলা থানায় মামলা হয়েছে। পুলিশ বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা করছে।

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা