হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে ট্রাক্টর উল্টে চালক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক মো. সুজন মিয়া (৩৮) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন বেড়িবাঁধ রোডে এ ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ১৫ বছর ধরে ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে মো. সুজন মিয়া জমি চাষের ট্রাক্টর মেরামত করতে কিশোরগঞ্জ সদরে যান। মেরামত শেষে রাত ১০টার দিকে ট্রাক্টর চালিয়ে ফেরার পথে বাড়ির সামনেই বেড়িবাঁধ রোডে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত সুজনের চাচা খোকন মিয়া বলেন, সুজন মিয়া আগে ছোট ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন। কিছুদিন আগে ৪ লাখ টাকা দিয়ে বড় ট্রাক্টর কিনেছিলেন। গতকাল সকালে ট্রাক্টর মেরামত করতে কিশোরগঞ্জে গিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি তিনি নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিজেই মারা গেছেন। বিষয়টির খোঁজ নিচ্ছি।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা