একমাত্র ছেলে রেদোয়ানের চোখে-মুখে কেবলই বিষণ্নতা। তার বাবা নেই। ফিরবেও না কোনো দিন। প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তাই বাবার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে শত শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে কিশোর ছেলে রেদোয়ানও।
গত বুধবার প্রতিপক্ষের হামলায় নিহত হন মো. মনিরুজ্জামান মনি (৫২)। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে।
মনিরুজ্জামান মনির হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেয় মনিরুজ্জামান মনিরের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান, তার মা আকলিমা আক্তার, বড় মামা আব্দুর রাজ্জাক, মেজো মামা সামছুল রহমান শাহিনসহ তার স্বজন এবং এলাকাবাসী। তাদের সবার হাতেই ছিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাচ্চু তালুকদার, আওয়ামী লীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, শিক্ষক রুকন উদ্দিন শাহ প্রমুখ।