হোম > সারা দেশ > নেত্রকোণা

বাবা হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে ছেলে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

একমাত্র ছেলে রেদোয়ানের চোখে-মুখে কেবলই বিষণ্নতা। তার বাবা নেই। ফিরবেও না কোনো দিন। প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তাই বাবার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে শত শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে কিশোর ছেলে রেদোয়ানও। 

গত বুধবার প্রতিপক্ষের হামলায় নিহত হন মো. মনিরুজ্জামান মনি (৫২)। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে। 

মনিরুজ্জামান মনির হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেয় মনিরুজ্জামান মনিরের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান, তার মা আকলিমা আক্তার, বড় মামা আব্দুর রাজ্জাক, মেজো মামা সামছুল রহমান শাহিনসহ তার স্বজন এবং এলাকাবাসী। তাদের সবার হাতেই ছিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড। 

রেদোয়ান কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবাকে তারা মেরে ফেলেছে। আমার মতো আর কোনো সন্তান যেন বাবা-হারা না হয়। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ 

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাচ্চু তালুকদার, আওয়ামী লীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, শিক্ষক রুকন উদ্দিন শাহ প্রমুখ। 

বক্তারা বলেন, গত বুধবার বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখাতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর আহত হন মনিরুজ্জামান মনি। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু