হোম > সারা দেশ > ময়মনসিংহ

ওয়াইজেএফবির নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্লাবন ও সম্পাদক জুঁই

জাককানইবি প্রতিনিধি 

এস এম মোজতাহীদ প্লাবন ও জান্নাত জাহান জুঁই। ছবি: সংগৃহীত

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবনকে সভাপতি ও সান নিউজ ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাত জাহান জুঁইকে সাধারণ সম্পাদক মনোনীত করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি এস এম মোজতাহীদ প্লাবন বলেন, ‘এটা সাংবাদিকদের জন্য কল্যাণমূলক সংগঠন। হলুদ সাংবাদিকতা রুখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে বিভিন্ন জেলা-উপজেলা এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মেলবন্ধনের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত জাহান জুঁই বলেন, ‘সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। অথচ বিভিন্ন সময় হলুদ সাংবাদিকদের জন্য এটি বিতর্কিত হয়। সাংবাদিকতা তাঁর ঐতিহ্য হারিয়ে ফেলে। তাই এই হলুদ সাংবাদিকতা রুখতে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।’

কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ পদে মুতাসিম বিল্লাহ (ক্যাম্পাস টাইমস), সাংগঠনিক সম্পাদক পদে রোহান চিশতী (বিভিনিউজ ২৪ ডটকম), সাংগঠনিক সম্পাদক পদে রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক পদে মুমিন ইসলাম সবুজ (এডুকেশন টাইমস), তথ্য ও প্রচার সম্পাদক ওমর তারিক (দৈনিক নবযুগ) এবং আইসিটি ও সমাজকল্যাণ সম্পাদক পদে নুশরাত জাহান সিনথিয়া (দৈনিক কালবার্তা)।

এ ছাড়া নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা