হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ, ব্যবসায়ীদের জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নকল ব্যান্ড রোলযুক্ত প্রায় দেড় লাখ মোহিনী, জনি ও পাখা বিড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ১৮টি মামলায় ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ। 
 
এ টি এম আরিফ বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল ব্যান্ড রোলযুক্ত বিড়ি বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিম বাজার, পুটায়াদী চৌরাস্তা, খামখেলি বাজার, পলাশতলী, রাঘুনাথপুর বাজার, নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার মোহিনী, জনি ও পাখা বিড়ি জব্দ করা হয়। 
 
অন্যদিকে ভালুকা থানার ওসির নির্দেশনায় উপজেলার মল্লিকবাড়ি অটো স্ট্যান্ড, মাছবাজারে ১০টি দোকানে মোহীনি, নিউ লাকি ও মিরাজ বিড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন পুলিশের উপপরিদর্শক মো. আরিফ ও তাঁর সঙ্গীয় দল। 
 
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে। এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে