হোম > সারা দেশ > ময়মনসিংহ

উপকারভোগীদের কাছ থেকে চাল কিনে মজুত করায় ব্যবসায়ী আটক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

উপকারভোগীদের কাছ থেকে কিনে ৬৮ বস্তা সরকারি চাল মজুদ করায় সেগুলো জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

সরকারি সহায়তার চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করার অভিযোগে হালুয়াঘাটে আবদুর রশিদ (৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকায় নিজ বাড়ি থেকে ৬৮ বস্তা চালসহ তাঁকে আটক করা হয়।

আবদুর রশিদ ওই গ্রামের রহমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শাকুয়াই ইউনিয়নের প্রান্তিক নারী উপকারভোগীদের (ভিডব্লিউবি) মধ্যে চাল বিতরণ করছে। মঙ্গলবার প্রতিজন উপকারভোগীকে তিন বস্তা করে চাল দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কিছু ব্যবসায়ী ওই চাল উপকারভোগীদের কাছ থেকে কিনে মজুত করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে শাকুয়াই ইউনিয়ন পরিষদসংলগ্ন আবদুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করে। জিজ্ঞাসাবাদে রশিদ জানান, তিনি চালগুলো প্রতি বস্তা ১ হাজার ১০০ টাকা করে উপকারভোগীদের কাছ থেকে কিনেছেন।

এ বিষয়ে আবদুর রশিদ বলেন, ‘আমি জানতাম না এই চাল কেনাবেচা করা নিষেধ। এটা আমার ভুল হয়েছে।’

শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান বলেন, ‘চাল বিক্রির বিষয়ে উপকারভোগীদের নিষেধ করা হয়েছিল। তবু কিছু ব্যবসায়ী তাদের কাছ থেকে চাল কিনে নিয়েছেন বলে অভিযোগ পেয়েছি।’

হালুয়াঘাট থানার উপপরিদর্শক শুভ্র সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক এবং ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু