ময়মনসিংহ: করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কিছুটা কঠোর অবস্থানে ময়মনসিংহ জেলা পুলিশ। আজ বুধবার সকালে নগরীর নতুনবাজার মোড়ে মাস্ক ছাড়া বের হওয়াদের বসিয়ে রাখতে দেখা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে জেলা পুলিশ কিছুটা কঠোর ভূমিকা পালন করবে। মাস্ক ছাড়া যারাই বের হচ্ছেন তাঁদের মাস্ক পরিয়ে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত রাস্তার পাশে বসিয়ে রাখা হচ্ছে। আজ বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৬০ জনকে এমন শাস্তি দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। আশা করা যাচ্ছে, এ থেকে সাধারণ মানুষ শিক্ষা নেবে। নিয়মিত স্বাস্থ্যবিধি মানবে। নইলে আরও কঠোর হবে পুলিশ।
অভিযানে কোতয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদারসহ পুলিশের অন্য কর্মকর্তারাও অংশ নেন।