হোম > সারা দেশ > ময়মনসিংহ

পাশাপাশি দাফন হলো ২ নাতনি, ছেলে ও মায়ের লাশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জানাজার পর দাফনের জন্য সারি করে নেওয়া হয় একই পরিবারের চারজনের মরদেহ। পাশে শত শত মানুষের ভিড়। স্বজনদের আহাজারি যেন থামছেই না। এমন পরিস্থিতিতে এলাকার মানুষও চোখের পানি ধরে রাখতে পারছে না। হৃদয়বিদারক এ দৃশ্য নাড়া দিচ্ছে উপস্থিত সবাইকে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টায় নান্দাইলের চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা নিজ গ্রামে একই পরিবারের চার সদস্যের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। সেখানকার পরিবেশ ছিল এমনই। গতকাল শনিবার দুই শিশুসহ একই পরিবারের চারজন বিদ্যুতায়িত হয়ে নিহত হয়। 

নিহতেরা হলো নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামের বাসিন্দা অটোচালক জামাল উদ্দিন (৩২), তাঁর মা আনোয়ারা বেগম (৬৫), শিশুকন্যা আনিকা আক্তার (৪) ও মোছা. ফাইজা (৬)। 

জানাজায় অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, জামাল উদ্দিন খুবই গরিব ছিলেন। পৌরসভায় ৮ শতাংশ জমি কিনে একটি টিনশেড ঘর করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। একটি দুর্ঘটনায় এভাবে পরিবারটির চারজন মারা যাবে, তা কখনো ভাবতে পারিনি। 

স্থানীয়রা জানান, জামাল উদ্দিন দরিদ্র পরিবারের সন্তান। তিন মেয়ে, স্ত্রী আর মাকে নিয়ে তাঁর সংসার। স্ত্রী মরিয়ম বেগম ঢাকায় একটি হাসপাতালে আয়া পদে কাজ করতেন। মা ও মেয়েদের নিয়ে জামাল উদ্দিন এই বাড়িতে থাকতেন। গতকাল শনিবার অটোরিকশা চার্জ থেকে বের করার সময় বিদ্যুতায়িত হন তিনি। 

এ সময় তাঁর চিৎকারে দুই শিশুকন্যা ও বৃদ্ধ মা এগিয়ে গেলে তারাও ঘটনাস্থলে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। বাড়ির বাইরে থাকায় মারফা আক্তার (৮) নামের বড় মেয়েটি বেঁচে যায়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে