ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। আজ শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার যৌথ সংবাদ বিবৃতিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মী সম্মেলন ছাড়া দীর্ঘ আট বছর পর নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দফায় দফায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও রাজনৈতিক পরিস্থিতি এবং প্রসাশনিক কারণে কর্মী সম্মেলন করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ময়মনসিংহ বিভাগীয় টিমের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আগের কমিটি বিলুপ্ত করা হয়।
সর্বশেষ ২০১৪ সালে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন হয়েছিল। উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম খুররম খান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। ২০২১ সালের ১৭ জুলাই খুররম খান চৌধুরী মারা যান। এর পর থেকে তাঁর ছেলে সিনিয়র সহসভাপতি নাসের খান চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।