নান্দাইলে সড়ক দুর্ঘটনায় আলবি হাসান মুক্তাদির বিধান (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে দুর্ঘটনার শিকার হয় সে। এরপর সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিধানের মামা আবু রায়হান।
বিধান উপজেলার শেরপুর ইউনিয়নের ৬ নম্বর পাঁচরুখী ওয়ার্ডের মুখলেছুর রহমান খান বাদলের ছেলে এবং চন্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আটটার দিকে বাড়ি থেকে বের হলে লংগারপাড় বাজুমারা ব্রিজে লরি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরোহী বিধান গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মমেক ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে মারা যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘সকালে মোটরসাইকেল-লরির সংঘর্ষ হয়। সন্ধ্যার দিকে মোটরসাইকেল আরোহী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার কথা শুনেছি।’