নিখোঁজের দুদিন পর খাল থেকে কাজলী বেগম নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের দিকমারি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল আনুমানিক চারটার দিকে কাজলী নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজ করেও কাজলীর সন্ধান পাননি। পরে বুধবার কাজলীর সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়।
মেয়েকে খুঁজে না পেয়ে তাঁর বাবা বুধবার সন্ধ্যায় নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাত থেকেই প্রশাসনের হস্তক্ষেপে খোঁজাখুঁজি শুরু করেন গ্রাম পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার সকালে বাড়ির আশপাশে খোঁজার সময় বাড়ির ৫০০ মিটার দূরে দিকমারি খালে কাজলীর লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, মেয়ের সন্ধান চেয়ে বুধবার মেয়ের বাবা থানায় জিডি করেন। বৃহস্পতিবার সকালে একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের গলার দুই পাশে দুইটি কালো দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।