ময়মনসিংহের হালুয়াঘাটে জামগাছ থেকে পড়ে কামাল হোসেন ঢালী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে জুগলী ইউনিয়নের উত্তর ঘোষবেড় ঢালীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, কামাল নিজ বাড়ির প্রাঙ্গণে একটি গাছ থেকে জাম পাড়তে ওঠেন। একপর্যায়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে জয়রামকুড়া হাসপাতালে (জিবিসি সিএইচপি) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুগলী ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম বলেন, কামাল গাছে উঠেছিলেন জাম পাড়তে। এ সময় ডাল ভেঙে মাটিতে পড়ে তিনি আহত হন। পরে হাসপাতালে মারা যান তিনি।
জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হারুন আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।