হোম > সারা দেশ > ময়মনসিংহ

অনুমোদনবিহীন কারখানায় শিশুখাদ্য, ২০ হাজার টাকা জরিমানা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

হালুয়াঘাটে অনুমোদনবিহীন কারখানায় ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাটে অনুমোদনবিহীন কারখানায় শিশুখাদ্য তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় আইস ললি, তেঁতুলের চাটনিসহ বেশ কিছু পণ্য ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে আবির ফুড নামের একটি কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হতো। স্যাকারিন, ঘনচিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হয়। কারখানায় এসব খাদ্যের যাচাইয়ের জন্যও নেই কোনো যন্ত্রপাতি।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ২৫ বস্তা আইস ললি পণ্য জব্দ করে সড়কে রেখে গাড়িচাপা দিয়ে ধ্বংস করেন। এ সময় মালিক পক্ষ অনুমোদন ছাড়া আর এসব পণ্য তৈরি করবেন না বলে মুচলেকা দেওয়ায় মামলা করেনি আদালত।

হালুয়াঘাটে অনুমোদনবিহীন কারখানায় ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে কারখানার মালিক সালমান সরকার বলেন, এসব পণ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি। শুধু চিনি দিয়ে এগুলো তৈরি করা হয়। তারা বিভিন্ন সময় অনুমোদনের আবেদন করলেও তা মেলেনি। দুই বছর ধরে কারখানাটি চালাচ্ছেন বলে জানান তিনি।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। এখানে অনুমোদন ছাড়া আইস ললি ও আচার তৈরি করা হচ্ছিল। এ সময় ২৫ বস্তা আইস ললি জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, সেই সঙ্গে নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার