ময়মনসিংহ: ময়মনসিংহে ডিবির অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে চুরখাই এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ।
গ্রেপ্তারকৃতরা হলেন-ত্রিশাল উপজেলার উজানপাড়া মহল্লার মৃত রুহুল আমিনের ছেলে শোয়েবুল আমিন (৩২), একই উপজেলার দরিরামপুরের আব্দুল জব্বারের ছেলে আবু আহম্মেদ (৩৮) ও এহসান উল্লাহর ছেলে মো.ফারুক (৪০)।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে সদর উপজেলার চুরখাই নামক স্থান থেকে ১২ গ্রাম হেরোইন সহ এদের গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।