হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের শেখ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে মো. আবু বকর সিদ্দিক (৪০) ও একই উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন (৩০)।

আবু বকর সিদ্দিক বিবাহিত জীবনে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে এখনো নিহত দুজনের মধ্যে কি সম্পর্ক তা নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া থেকে ছেড়ে আসা ত্রিশালমুখী শালবন পরিবহন ও ত্রিশাল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

এ বিষয়ে আবু বকর সিদ্দিকের প্রতিবেশী একজন জানায়, সে হারুয়া বাজারে অটোরিকশার ব্যবসা করতেন। তিনি কখন, কি কারণে ত্রিশালের দিকে এসেছেন তা কাউকে জানাননি। 

আইরিনের ভাগনে সাকিব জানান, পারিবারিকভাবে আবু বকর সিদ্দিকের সঙ্গে আইরিনের কোনো সম্পর্ক নেই। তিনি ময়মনসিংহ শহরে থেকে লেখা পড়া করতেন এবং অনলাইন মার্কেটিং ব্যবসা করতেন।

আইরিনের খালু মো. গোলাম খসরু বলেন, ‘আইরিন আমার বাসায় থেকে মুমিনুন্নেছা সরকারি কলেজে লেখা পড়া করত। ঈদের আগে সে বড় বোনের বাড়ি বেড়াতে উত্তরার দিয়া বাড়ি এলাকায় যায়। দীর্ঘদিন পর উত্তরা থেকে বাড়ি ফেরার পথে ত্রিশাল বালিপাড়া সড়কে দুর্ঘটনায় মারা যায়।’ 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, নিহতদের শরীরের অধিকাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। মোটরসাইকেল ও ঘাতক বাস বর্তমানে ত্রিশাল থানা হেফাজতে রয়েছে। চালত ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ