হোম > সারা দেশ > নেত্রকোণা

প্রার্থী মেয়রের দুই স্ত্রী, বড় ব্যবধানে ছোট সতিনের জয়

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলালের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আনোয়ারা বেগম তালা প্রতীকে এবং দ্বিতীয় স্ত্রী অটোরিকশা প্রতীকে নির্বাচনে অংশ নেন। ফল প্রকাশের পর দেখা যায় বড় সতিন আনোয়ারা বেগম ৫১ ভোটে পরাজিত হয়েছেন ছোট সতিন সুরমী আক্তার সুমীর কাছে।

আজ সোমবার শান্তিপূর্ণভাবে নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জনা খান স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে দেখা যায়, আনোয়ারা বেগম তালা প্রতীকে ভোট পেয়েছেন ৪টি এবং সুরমী আক্তার সুমী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তারা দুজন ছাড়াও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও দুজন। জুয়েল মিয়া টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৪৪টি এবং মো. আব্দুল করিম হাতি প্রতীকে ভোট পেয়েছেন ২টি। 

স্থানীয়রা জানান, পৌর মেয়র আলা উদ্দিন আলাল নির্বাচনের শুরু থেকেই এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর নির্বাচনী প্রচারণার শুরু থেকেই দুই সতিনের ভোটের লড়াইয়ের বিষয়টি নিয়ে জেলা জুড়ে আলোচনা–সমালোচনা চলে। 

ফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থী সুরমী আক্তার সুমী বলেন, ‘এ জয় জনগণের। এলাকার জনগণের কল্যাণে সাধ্যমতো সবটুকু করব। এমনকি নিজের সম্মানী ভাতাটুকুও জনকল্যাণে ব্যয় করব।’ 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ