হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ৩ জনের মরদেহ উদ্ধার, পুলিশের দাবি অতিরিক্ত মদ্যপানে মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভোরে তাঁদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন চরআলগী ইউনিয়নের মুদিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমন মিয়া (৩৫), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২), ব্রাহ্মণবাড়িয়ার নিজাম উদ্দিন (৩৮)। অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন খালার বাড়িতে বেড়াতে আসা ঢাকার ইব্রাহীমপুরের বাসিন্দা মাসুদ মিয়া। মাসুদ এখনো শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মুদিপাড়া গ্রামে গতকাল বুধবার রাতে খালাতো ভাই জলিলের ঘরে বসে চারজন মদ পান করেন। এদিন রাতেই চারজন অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই জলিল, মাসুদ ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর সুমনকে আজ সকালে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জালালউদ্দিন বলেন, অসুস্থ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ একই উপসর্গ নিয়ে আসা ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অ্যালকোহল বা মদজাতীয় কিছু পান করে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালে ভর্তি মাসুদ পুলিশের নজরে রয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার