হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজারসংলগ্ন কনজ্যুমার নিটেক্স কারখানার সামনে এবং ভালুকার কাচিনা বাজার সড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মইনুদ্দিন মিলিটারির ছেলে রাকিব আল হাসান (২৫) এবং উপজেলার কাচিনা গ্রামের মো. কেরামত আলী (৬৫)। 

ভরাডোবা হাইওয়ে পুলিশ জানায়, ভালুকা পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের বাসা থেকে রাকিব আল হাসান মোটরসাইকেলে হাজির বাজার যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে রাকিবের সংঘর্ষ হয়। এতে রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

অপর দিকে, একই দিন রাতে ১০টার দিকে উপজেলার কাচিনা বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলচাপায় বৃদ্ধ কেরামত আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ভরাডোবা হাইওয়ে পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ এ দুটি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ