হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত 

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নারিকেলীতে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোর রাত ৪টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হলেন সদর উপজেলার দিগপাইতের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. মিন্টু মিয়া (২৮) এবং মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের উসমান গণির ছেলে আবুল কালাম আজাদ (৪৫)। আহতরা হলেন, মোশারফ হোসেন (২৫) ও আব্দুস সাত্তার (৭৬)। তাঁদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, আজ ভোররাত ৪টায় জামালপুর থেকে সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে ঘাটাইল যাওয়ার পথে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলী এলাকায় দ্রুতগামী একটি মাল বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয় দুজন। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে। তবে ট্রাকটি জব্দ করতে পারেনি। 

নিহত মিন্টু মিয়ার বড় ভাই মুকুল মিয়া বলেন, গত রাতে মাছ ধরতে বাড়ি থেকে জামালপুরে আসে মিন্টু। ভোরে মাছ নিয়ে বাড়িতে আসার পথে মারা গেছে। 

নিহত আবুল কালাম আজাদের ভাতিজা মো. মমিন মিয়া বলেন, তাঁর চাচা নিহত আবুল কালাম আজাদ তাকে নিয়ে ঘাটাইল যাচ্ছিল। 
 
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকিউল কাজিম খান বলেন, ২ জন আহত অবস্থায় এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। দুজন ঘটনাস্থলে মারা গেছে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে। 

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু