হোম > সারা দেশ > নেত্রকোণা

সেনাবাহিনীর অভিযানে মিলল সাড়ে ৩ হাজার কেজি সরকারি চাল, আটক ২

নেত্রকোনা প্রতিনিধি

অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার আটপাড়ায় সেনাবাহিনীর পৃথক অভিযানে ৩ হাজার ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে ৬৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অবৈধভাবে মজুত করা ৯৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এ সময় তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

পরে রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি দল উপজেলা সদরের সেতুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়া আহমেদের গোডাউনে ৫৬ বস্তায় রাখা ২ হাজার ৭০০ কেজি সরকারি চাল জব্দ করে। এ সময় গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম ও শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ। অভিযানে জব্দকৃত চাল ও আটক ব্যক্তিদের রাতেই আটপাড়া থানায় হস্তান্তর করা হয়।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, অভিযানে জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে জানান, জব্দকৃত চাল ও আটক ব্যক্তিরা থানা হেফাজতে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ-সংক্রান্ত মামলার কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে চালের প্রকৃত উৎস জানা যাবে।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২