হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাকৃবিতে র‍্যাগিং: ৩ ছাত্রীকে হল থেকে বহিষ্কার, দুজনের জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে প্রথম বর্ষের এক ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া দুই ছাত্রীকে লঘু শাস্তি হিসেবে জরিমানা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘অরডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিনে’র ৭ নম্বর ধারা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. ইসরাত জাহান শেলী।

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য গেছে।

হল থেকে বহিষ্কৃত ছাত্রীরা হলেন কৃষি অনুষদের মারিয়া সুলতানা মীম, জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদা। তাঁদের মধ্যে মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সোহা ও রুশদাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে তাজরিয়ান হাসান তূর্ণা ও শাহারা শারমিন লিজাকে জরিমানা করা হয়।

ইসরাত জাহান শেলী জানান, গত ৩১ মে দিবাগত রাত পৌনে ২টার দিকে কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে র‍্যাগিংয়ের উদ্দেশ্যে বহিষ্কৃত ওই তিন ছাত্রী হলের ছাদে ডাকেন। কিন্তু তিনি ছাদে যেতে রাজি না হওয়ায় হলের বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়।

প্রভোস্ট আরও জানান, আজ শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীদের হাতে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবারের মধ্যে তাঁদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

হল প্রশাসন জানিয়েছে, শাস্তি শেষ হওয়ার পর বহিষ্কৃত শিক্ষার্থীরা হলের ফাঁকা আসনের বিপরীতে আবেদন করে পুনরায় হলে ওঠার সুযোগ পাবেন। তবে হল প্রশাসন তাঁদের জন্য আসনের ব্যবস্থা করে দিতে বাধ্য থাকবে না।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা