হোম > সারা দেশ > ময়মনসিংহ

নদে ফেলে দেওয়ার ২০ দিন পর সেই শিশুর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার জন্য মুজাহিদ নামের এক শিশুকে নদে ফেলে দেওয়ার ২০ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

গত ১০ মে পাঁচ বছর বয়সী শিশু মুজাহিদ ৫০০ টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে কিছু কিনতে যাচ্ছিল। এ সময় তার কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে তাকে ব্রহ্মপুত্র নদের কাছে ডেকে নেয় এক কিশোর। পরে শিশুটির কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে নদে ফেলে দেওয়া হয়। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। শিশু মুজাহিদ ওই গ্রামের বাবুল আক্তারের ছেলে।

এদিকে ঘটনার পরদিনই থানায় মামলা করেন শিশুটির বাবা বাবুল আক্তার। পরে ঘটনা জানাজানি হয়ে গেলে জড়িত প্রতিবেশী কিশোরকে (১৫) গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজের ২০ দিন পর আজ সকালে শিশুটির লাশ নদে ভেসে ওঠে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত ১১ মে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কিশোর আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার