হোম > সারা দেশ > ময়মনসিংহ

নদে ফেলে দেওয়ার ২০ দিন পর সেই শিশুর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার জন্য মুজাহিদ নামের এক শিশুকে নদে ফেলে দেওয়ার ২০ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

গত ১০ মে পাঁচ বছর বয়সী শিশু মুজাহিদ ৫০০ টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে কিছু কিনতে যাচ্ছিল। এ সময় তার কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে তাকে ব্রহ্মপুত্র নদের কাছে ডেকে নেয় এক কিশোর। পরে শিশুটির কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে নদে ফেলে দেওয়া হয়। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। শিশু মুজাহিদ ওই গ্রামের বাবুল আক্তারের ছেলে।

এদিকে ঘটনার পরদিনই থানায় মামলা করেন শিশুটির বাবা বাবুল আক্তার। পরে ঘটনা জানাজানি হয়ে গেলে জড়িত প্রতিবেশী কিশোরকে (১৫) গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজের ২০ দিন পর আজ সকালে শিশুটির লাশ নদে ভেসে ওঠে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত ১১ মে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কিশোর আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক