হোম > সারা দেশ > ময়মনসিংহ

হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৭ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে হোটেলের রুটি ও ডাল খেয়ে খারুয়া উচ্চবিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে আব্দুল মোতালেব ওরফে বড় ভাইয়ের হোটেলে এ ঘটনা ঘটে। অসুস্থ সবাই খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন—তিশা, মিলি, সাদিয়া, সুমাইয়া, মারিয়া ও নুরসহ আরও একজন। 

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে খারুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির সাত শিক্ষার্থী আব্দুল মোতালেবের হোটেল থেকে রুটি ও ডাল কেনে। এরপর তারা বিদ্যালয়ে গিয়ে রুটি ও ডাল খায়। খাবার খাওয়ার পর সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পেটে তীব্র ব্যথা ও বমিভাব শুরু হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

হোটেলের মালিক আব্দুল মোতালেব ওরফে বড় ভাই বলেন, ‘সকাল ৯টার দিকে আমার হোটেলে ৫০-৬০ জন মানুষ রুটি ও ডাল দিয়ে সকালের নাশতা খান। এর মধ্যে সাত শিক্ষার্থী রুটি ও ডাল কিনে নিয়ে স্কুলে যায়। সেখানে তারা 
নাশতা খায়। এদের মধ্যে অন্য কেউ অসুস্থ হয়নি, শুধু সাত ছাত্রী অসুস্থ হয়। বিষয়টি কিছুই বুঝতে পারছি না। হয়তো স্কুলেই ভেজাল হইছে।’

খারুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল তারেক বলেন, হোটেলের রুটি-ডাল খাওয়ার পর ছাত্রীদের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। এরপর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার