জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্গম সাপধরী ইউনিয়নে অটিস্টিক শিশুদের জন্য একটি স্কুল উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) দুপুরে ইউনিয়নের মুক্তির বাজার এলাকায় স্কুলটি উদ্বোধন করেন সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাপধরী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসান সোহাগ, রবিউল প্রমুখ।
প্রধান শিক্ষক মেহেদী হাসান সোহাগ বলেন, 'স্কুলটিতে প্রথম থেকে ৫ম শ্রেণিতে ৮০ জন শিক্ষার্থী রয়েছে। ১২ জন শিক্ষক এদের পাঠদান করবেন'।