হোম > সারা দেশ > ময়মনসিংহ

জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদান চেয়ে নালিতাবাড়ীতে মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনকক্ষে (কপ-২৬) সামনে রেখে জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদান চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 ‘আর নয় কয়লা ভিত্তিক জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে চাই কার্যকর নীতি ও বিনিয়োগ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধন হতে জলবায়ু অভিযোজনে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। 

সচেতন নাগরিক কমিটির (সনাক) নালিতাবাড়ীর সভাপতি সাদরুল আহসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাকের সহসভাপতি জোবায়দা খাতুন, সদস্য আবুল হোসেন খান, মশিউর রহমানসহ প্রমুখ। 

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে আমরা কোনো ঋণ চাই না। আমাদের পরিবেশের ক্ষতির পাশাপাশি তাহলে ঋণের বোঝাও বইতে হবে। জলবায়ু অভিযোজনের ক্ষতিপূরণ হিসেবে আমরা চাই অনুদান।’ ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবি জানান বক্তারা। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩