হোম > সারা দেশ > ময়মনসিংহ

জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদান চেয়ে নালিতাবাড়ীতে মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনকক্ষে (কপ-২৬) সামনে রেখে জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদান চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 ‘আর নয় কয়লা ভিত্তিক জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে চাই কার্যকর নীতি ও বিনিয়োগ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধন হতে জলবায়ু অভিযোজনে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। 

সচেতন নাগরিক কমিটির (সনাক) নালিতাবাড়ীর সভাপতি সাদরুল আহসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাকের সহসভাপতি জোবায়দা খাতুন, সদস্য আবুল হোসেন খান, মশিউর রহমানসহ প্রমুখ। 

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে আমরা কোনো ঋণ চাই না। আমাদের পরিবেশের ক্ষতির পাশাপাশি তাহলে ঋণের বোঝাও বইতে হবে। জলবায়ু অভিযোজনের ক্ষতিপূরণ হিসেবে আমরা চাই অনুদান।’ ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবি জানান বক্তারা। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে