হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

প্রতিনিধি

ময়মনসিংহ: ভালুকায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইন্টারনেট ব্যবসায়ী আলফাজ উদ্দিন (২২), তিনি জামিরদিয়া এলাকার আলী হোসেনের ছেলে। অপরজন অমিত (২০), তিনি বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আলফাজের বাবা আলী হোসেন।

ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, উপজেলার জমিরদিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনের মৃত্যু হয়। আহত অপরজন বর্তমানে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জমিরদিয়া এলাকার তানভীরের বাড়িতে ইন্টারনেট সংযোগ দিতে যান ইন্টারনেট ব্যবসায়ী আলফাজ ও তার কর্মচারী অমিত। ইন্টারনেট সংযোগ দিতে তানভীরের ঘরের টিনের চালে ওঠেন অমিত ও আলফাজ। চালের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যান অমিত। এসময় টিনের চাল বিদ্যুতায়িত হলে আলফাজও বিদ্যুৎস্পৃষ্ট হন। নিচে দাঁড়িয়ে থাকা আলফাজের বাবা আলী হোসেন তাদের বাঁচাতে মই বেয়ে উঠতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে যায়। রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলফাজ ও অমিতকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মাহমুদুল ইসলাম।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে