হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে উপজেলার খাগডহর ইউনিয়নের বেগুনবাড়ি বাজারে পাঁচ পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। 

পুড়ে যাওয়া পাঁচটি পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করেন ইউএনও। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন হাজার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার করে প্রত্যেককে পরিবারকে মোট পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়। 

এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন করোনা মহামারির কারণে সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ। এতে দরিদ্রসহ মধ্যবিত্ত পরিবারগুলোও অতি কষ্টে দিনাতিপাত করছে। এসব দুর্যোগের মাঝেও খাগডহর ইউনিয়নে এই পাঁচটি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এসব মানুষের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের সকলের ঈমানী ও মানবিক দায়িত্ব। 

বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইউনিয়নের সকল বিত্তবানদের প্রতিও আহ্বান জানান ইউএনও। 

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার