হোম > সারা দেশ > নেত্রকোণা

ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়া সেই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনা প্রতিনিধি

পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়া নেত্রকোনার সেই প্রধান শিক্ষক সুহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ ও ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার বিকেলে নেত্রকোনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ঘটনা তদন্তে এর আগে উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। অভিযুক্ত সুহেল মিয়া নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক। 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, ‘চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক সুহেল মিয়াকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে আমাকে বিষয়টি সরেজমিনে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। আমি আগামী দুই নভেম্বর সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত করব।’ 

উল্লেখ্য, মদন উপজেলার ওই স্কুলের প্রধান শিক্ষক সুহেল মিয়া পরীক্ষার আগের দিন প্রশ্ন দিয়ে তারই এক ছাত্রীকে কু-প্রস্তাব দেন। এ নিয়ে ছাত্রীর বড় ভাই উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ে করেন। পরে ঘটনা প্রকাশ হলে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এ ঘটনা তদন্তে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। 

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা