নান্দাইলে ধানখেত থেকে অজ্ঞাত (৭০) এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ধানখেতের পাশে গলাকাটা এক অজ্ঞাত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে ভিড় করে। স্থানীয়রা নান্দাইল মডেল থানার পুলিশকে জানালে সকাল ৮টার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কেউ গলা কেটে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে এখানে ফেলে গেছে।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, `এক বয়স্ক অজ্ঞাত পুরুষের মরদেহ কে বা কারা কামালপুরে ফেলে গেছে। আমি মরদেহটি দেখেছি, আশপাশের কেউ বলে মনে হচ্ছে না।'
ঘটনাস্থলে উপস্থিত নান্দাইল মডেল থানার পরিদর্শক ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে ছোট একটি চাকু উদ্ধার করা হয়েছে।