ময়মনসিংহ গৌরীপুর উপজেলায় গাছে বাঁধা বিদ্যুতের ঝুলন্ত তারে বিদ্যুতায়িত হয়ে ইয়াছিন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। আজ রোববার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের হৃদয় মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দাড়িয়াপুর পাকা সড়ক থেকে জামে মসজিদ এলাকায় পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে টানানো হয়েছে বিদ্যুতের তার। দুর্বল খুঁটি ও গাছের সঙ্গে বিপদ জনকভাবে বাঁধা রয়েছে খোলা রয়েছে এসব তার।
এলাকাবাসী জানান, বিগত দুই মাস পূর্বে মসজিদের পাশে একটি বিদ্যুতের তার ঝুলে পড়ে যায়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান একাধিকবার গৌরীপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) ও সহকারী প্রকৌশলীকে অবহিত করলেও তাঁরা কোনো কর্ণপাত করেননি।
ঘটনার দিন শিশু ইয়াছিন খেলতে গিয়ে অসাবধানতা বশত ঝুলে থাকা তারে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। প্রতিবেশী লিপি জানান, তিনি আনুমানিক দুপুর ২টায় শিশু ইয়াছিনকে ঝুলে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
এ ঘটনার পর নিহত শিশু ইয়াছিনের মরদেহ নিয়ে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় গ্রামের শত শত মানুষ অবহেলার জন্য আবাসিক প্রকৌশলীর বিচার দাবি করেন।
স্থানীয় সোহেল মিয়া বলেন, `জীবিত গাছের সাথে বিদ্যুতের তার কখনো এমনভাবে বাঁধতে দেখিনি। আমরা বারবার আপত্তি জানালেও তাঁরা শোনেননি।' নূরুল ইসলাম জানান, বিদ্যুৎ অফিসের গাফিলতিতে ইয়াছিনের মৃত্যু হয়েছে। এর দায় বিদ্যুৎ অফিসের নিতে হবে।
বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ হাবিব জানান, দুই মাস পূর্বে গাছের সঙ্গে বাঁধা বিদ্যুতের তার ঝুলে পড়ে যায়। বিষয়টি তিনি মুঠোফোনে বিদ্যুৎ অফিসকে জানান ও দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও বিদ্যুৎ অফিস কোন ব্যবস্থা নেয়নি। সে সময় লাইনটি মেরামত করলে ইয়াছিন এর মৃত্যু হতো না। তিনি প্রশ্ন রাখেন, এর দায় কি বিদ্যুৎ অফিস এড়াতে পারে?
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, `বিষয়টি আমি জানতাম না, মাত্র শুনলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।'
গৌরীপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. বিল্লাল হোসেন জানান, গৌরীপুরে গাছের সঙ্গে এমন অসংখ্য বিদ্যুতের তার বাঁধা আছে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান। ঈদের পর লাইনগুলো মেরামত করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বিদ্যুৎ অফিসের অবহেলা থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।