দ্বাদশ সংসদ নির্বাচনে নিজের এলাকা নেত্রকোনার মোহনগঞ্জে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ রোববার বেলা ২টার দিকে মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তাঁর স্ত্রীও ভোট দেন।
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।
এর আগে গেল বছরে ওই আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। তবে এবারের নির্বাচনে তিনি ছাড়াও ভোটের মাঠে লড়ছেন আরও তিনজন প্রার্থী।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে ব্যক্ত করা প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বলেন, ‘ভালো ভোট হচ্ছে বলে মনে হয়। এইমাত্র আমি ও আমার স্ত্রী ভোটাধিকার প্রয়োগ করে আসছি। ওইখানে জিজ্ঞেস করে জানতে পারলাম, এ পর্যন্ত ৫০ পারসেন্ট ভোট পড়েছে। আরও সময় আছে, আরও ভোট কাস্ট হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমি আশা করি, প্রত্যেক নাগরিকই তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি ঢাকা থেকে রওনা দিয়ে নেত্রকোনায় পৌঁছার পর জেলা সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেন।