হোম > সারা দেশ > নেত্রকোণা

শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: নেত্রকোনায় প্রধান বিচারপতি

নেত্রকোনা প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে নিজের এলাকা নেত্রকোনার মোহনগঞ্জে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ রোববার বেলা ২টার দিকে মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তাঁর স্ত্রীও ভোট দেন। 

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। 

এর আগে গেল বছরে ওই আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। তবে এবারের নির্বাচনে তিনি ছাড়াও ভোটের মাঠে লড়ছেন আরও তিনজন প্রার্থী। 

ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে ব্যক্ত করা প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বলেন, ‘ভালো ভোট হচ্ছে বলে মনে হয়। এইমাত্র আমি ও আমার স্ত্রী ভোটাধিকার প্রয়োগ করে আসছি। ওইখানে জিজ্ঞেস করে জানতে পারলাম, এ পর্যন্ত ৫০ পারসেন্ট ভোট পড়েছে। আরও সময় আছে, আরও ভোট কাস্ট হবে। 

তিনি বলেন, নেত্রকোনা জেলায় যা দেখলাম, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। জেলা প্রশাসক, জেলা জজ বলেছেন, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে।’ 

প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমি আশা করি, প্রত্যেক নাগরিকই তার ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এর আগে সকালে প্রধান বিচারপতি ঢাকা থেকে রওনা দিয়ে নেত্রকোনায় পৌঁছার পর জেলা সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেন।

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা