হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় অবরোধ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা এই কর্মসূচি করা হয়েছে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। কারখানা কর্তৃপক্ষকে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করার জন্য তাগিদ দেয় পুলিশ।

শ্রমিকেরা জানান, রোর ফ্যাশন কারখানায় ২ হাজার ৩৫৮ জন শ্রমিক। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও ৩২৭ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হয়নি। বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার কর্তৃপক্ষ গত দুই মাসের বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধের খবর পেয়ে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, মডেল থানা-পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে