হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় অবরোধ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা এই কর্মসূচি করা হয়েছে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। কারখানা কর্তৃপক্ষকে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করার জন্য তাগিদ দেয় পুলিশ।

শ্রমিকেরা জানান, রোর ফ্যাশন কারখানায় ২ হাজার ৩৫৮ জন শ্রমিক। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হলেও ৩২৭ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হয়নি। বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার কর্তৃপক্ষ গত দুই মাসের বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

অবরোধের খবর পেয়ে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, মডেল থানা-পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা