হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে ফসলের খেত খাল-বিলে মাছ শিকারের হিড়িক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে টানা দুই দিনে বৃষ্টিতে ডুবে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। ফসলের খেত থই থই করছে পানিতে। এতে ব্যাপক ক্ষতিতে পড়েছেন চাষিরা। 

পানিতে মাছের ঘের ও পুকুরে পাড় উপচে নানা প্রজাতির মাছ চলে গেছে আশপাশের বিভিন্ন ধানখেত, নালা, খাল ও বিলে। আর এ স্থানগুলোতে মাছ শিকারের হিড়িক পড়েছে। কেউ জাল দিয়ে, কেউবা চল কিংবা বড়শি নিয়ে মাছ শিকার করছেন। 
 
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোয়াজ্জেমপুর, খারুয়া, শেরপুর, জাহাঙ্গীরপুর, রাজগাতি ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে শতাধিক স্থানে দেখা মিলে এমন দৃশ্যের। এদিকে মাছ শিকার দেখতে ভিড় করেন উৎসুক জনতারা। 

স্থানীয়রা জানান, ধানখেত, নালা, খাল-বিলে অথই পানি। জাল ফেললেই মাছ উঠে আসছে। তাই তাঁরা মাছ ধরতে ব্যস্ত রয়েছেন। 

মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মাছ চাষি মো. ফারুক মিয়া বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে আমার ফিশারিজ শিং, পাবদা, গুলশাসহ প্রায় ৪০-৪৫ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এতে করে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।’ 

নান্দাইল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন আজকের পত্রিকাকে বলেন, নান্দাইলে আনুমানিক ৪৫০ হেক্টর ফিশারিজ প্রায় ৯০০ মেট্রিকটন মাছের ক্ষতি হয়েছে। আমরা এ ব্যাপারে প্রতিবেদন করছি চূড়ান্ত হিসাব পড়ে জানা যাবে। আর ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের আমাদের অফিস থেকে সহযোগিতা করার সিস্টেম নাই। সরকার করলে করা যাবে।’

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩