ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মো. সিফাত হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের উথুরা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত ভালুকা উপজেলার হাতীবেড় গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি উথুরা উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সড়ক দুর্ঘটনায় সিফাত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন উথুরা উচ্চবিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মো. আশরাফুল হক জজ। তিনি বলেন, ‘নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’
স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ৯টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের উথুরা বাজারে সিএনজিচালিত একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল আরোহী সিফাত ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ওই দিন রাত ১০টার দিকে সিফাত মারা যান।