হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সসহ ময়মনসিংহের ১৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্আ-হ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ ১৪৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ইতিমধ্যে গত তিন দিনে জেলায় বিএনপি-জামায়াতের ১৪৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ১ নম্বর ও আবু ওয়াহাব আকন্দকে ২ নম্বর আসামি করে ২৫ জনের নামে এবং অজ্ঞাত ১২০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। 

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ মামলার বরাত দিয়ে বলেন, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন (মঙ্গলবার) সকাল সোয়া ৯টার দিকে নগরীর চরপাড়া মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণসহ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করছে।

এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতেই বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে চারটি ককটেলের বিস্ফোরিত অংশ, যানবাহনের ২৫টি গ্লাসের ভাঙা টুকরো ও ৩৪টি ইটের টুকরো জব্দ করে পুলিশ। 

ওসি বলেন, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ