হোম > সারা দেশ > ময়মনসিংহ

১৬টি গরুসহ আটকা ক্যাটল স্পেশাল ট্রেনের এক বগি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের বাঘমারা এলাকায় ১১ ঘণ্টা ধরে ১৬টি গরুসহ ক্যাটল স্পেশাল ট্রেনের লাইনচ্যুত একটি বগি আটকে আছে। এই প্রতিবেদন লেখার সময় আজ রোববার বেলা ১টা পর্যন্ত বগিটি উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, গতকাল শনিবার রাত ৯টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ক্যাটল স্পেশাল ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসংলগ্ন বাঘমারা এলাকায় রাত ১টার দিকে লাইনচ্যুত হয়। পরে আজ ভোর ৫টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয়।

উদ্ধারকৃত ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওনা করলে একই স্থানে আবারও একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত বগিটি রেখে বাকি ২৪টি বগি ৩৮৪টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

গরু ব্যবসায়ী তালেব আলী বলেন, ‘১৬টি গরু ১৫ থেকে ১৮ ঘণ্টা ধরে কিছু খায়নি। যে কারণে দুর্বল হয়ে পড়েছে। আমাদেরও অস্বস্তি লাগছে।’

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, গতকাল শনিবার রাত ৯টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ক্যাটল স্পেশাল ট্রেন-২ রওনা দেয়। রাত ১টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের বাঘমারা এলাকায় এটি লাইনচ্যুত হয়। পরে আজ ভোর ৫টার দিকে সেটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসে।

নাজমুল হক খান আরও বলেন, একই ট্রেন সকাল সাড়ে ৭টার দিকে আবারও ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু সেই আগের জায়গায় যেতে আবারও ট্রেনটি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির উদ্ধারকাজ চলছে। গরুগুলো ট্রাকে করে ঢাকায় পাঠানো হচ্ছে। তা ছাড়া বিকল্প পথে ট্রেন চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ রেলওয়ের সহকারী প্রকৌশলী আকরাম আলী আজকের পত্রিকাকে বলেন, একই স্থানে দুবার একই বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গরুগুলো বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন হতে আরও কিছুক্ষণ সময় লাগবে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র