হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে হাসপাতালে হাজতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা কারাগারের হাজতি শাকিল মাহমুদ জিসান (২৬) অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত জিসান মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে। 

শাকিল মাহমুদ জিসানের বাড়ি জামালপুর শহরের কাচারীপাড়া এলাকায়। তাঁর বাবা জামালপুর পৌরসভার সাবেক কমিশনার। 

কারাগার সূত্রে জানা যায়, জামালপুর সদর থানা-পুলিশ গত ১৯ ডিসেম্বর মাদক মামলায় শাকিল মাহমুদ জিসানকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাঁকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়। 

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার জিসান কারাগারে আসেন। তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকের মামলা ছিল। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত মাদক সেবনের কারণে জিসানের ফুসফুসের বেশির ভাগ অংশ নষ্ট হয়ে যায়। 

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে ঢাকার উত্তরায় দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে